হোম > সারা দেশ > বগুড়া

ধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ, যুবক গ্রেপ্তার 

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে এক মাদ্রাসাছাত্রীকে (১৮) ধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আজ শনিবার তাঁকে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার আটমূল ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তার ওই যুবকের নাম সাইফুল ইসলাম (২৮)। তিনি আটমূল ইউনিয়নের নান্দুরা আকইলপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে। 

ভুক্তভোগী তরুণীর পরিবার বলছে, গতকাল শুক্রবার তরুণীর বাবা-মা তাঁর নানাবাড়িতে বেড়াতে যাওয়ায় বাড়িতে একাই ছিলেন তিনি। দুপুরে জুমার নামাজের সময় বৃষ্টি শুরু হওয়ায় অভিযুক্ত যুবক ওই বাড়িতে ঢুকে তরুণীকে একা পেয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই তরুণী অচেতন হয়ে পড়লে তাঁকে পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে বাড়ির বারান্দায় থাকা বেশ কিছু কাপড় ওই তরুণীর শরীরের ওপর রেখে আগুন লাগিয়ে পালিয়ে যান সাইফুল। এ সময় ভুক্তভোগীর জ্ঞান ফিরলে তিনি দৌড়ে পাশের বাড়িতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

ভুক্তভোগীর পরিবার আরও জানায়, আগুনে ওই তরুণীর হাত-পাসহ শরীরের অধিকাংশ জায়গা পুড়ে গেছে। প্রথমে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন সেখানকার চিকিৎসকেরা

এ বিষয়ে শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শুক্রবার রাতে থানায় মামলা করেছেন। জড়িত সাইফুল ইসলামকে শুক্রবার বিকেলে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত