সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে জসিম উদ্দিন নামে এক মাদক কারবারিকে আটক করেছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এ সময় তার কাছ থেকে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের জিপগাড়ি। আটক মো. জসিম উদ্দিনের (৩২) বাড়ি কুমিল্লা জেলার নিশ্চিতপুর পূর্বপাড়া গ্রামে।
আজ শনিবার সকালে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. সামিউল আলম সংবাদ সম্মেলনে এতথ্য জানান।
সংবাদ সম্মেলনে মো. সামিউল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড়ে মাদক বিরোধী অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ঢাকা থেকে রংপুরগামী একটি কালো রংয়ের জিপগাড়ী তল্লাশি চালানো হয়। তখন গাড়ি থেকে ১৪০ কেজি গাঁজা জব্দ করা হয়। আটক করা হয় মাদক কারবারি জসিম উদ্দিকে। আটক মাদক কারবারির বিরুদ্ধে বিভিন্ন জেলায় ৭টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।