Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

গুরুদাসপুরে শিশুর জন্মনিবন্ধন করলেই মিলছে উপহার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুরে শিশুর জন্মনিবন্ধন করলেই মিলছে উপহার

নাটোরের গুরুদাসপুর পৌরসভায় শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করলেই সঙ্গে সঙ্গে মিলছে সনদ, তোয়ালে, খেলনা, বেবি শ্যাম্পু, বডি লোশনসহ নানা উপহারসামগ্রী। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পৌরসভায় গিয়ে এমনটাই দেখা গেছে। সন্তানের জন্মনিবন্ধনে উৎসাহিত করতেই এমন উদ্যোগ নিয়েছেন পৌর মেয়র শাহনেওয়াজ আলী। 
 
সরেজমিন গুরুদাসপুর পৌরসভায় গিয়ে দেখা গেছে, কর্তৃপক্ষের প্রচারাভিযানে আকৃষ্ট হয়ে শিশুসহ বাবা-মা জন্মনিবন্ধন করতে এসেছেন। তাঁরা একেকজন করে জন্মনিবন্ধন সম্পূর্ণ করছেন। 

৯ নম্বর ওয়ার্ডের আনন্দনগর মহল্লার বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, ‘আমি পৌরসভার প্রচারাভিযানে উদ্বুদ্ধ হয়ে সন্তান জন্মের তিন দিনের মধ্যে নিবন্ধন করতে এসেছি। নিবন্ধন শেষে জন্ম সনদসহ উপহারসামগ্রী পেয়ে অনেক খুশি। পৌর মেয়রের এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।’ 

জন্ম-মৃত্যু নিবন্ধন বিভাগের প্রধান আবুল কালাম আজাদ পিন্টু বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনে আমাদের প্রচারাভিযান চলমান রয়েছে। চলতি মাসের ২৩ তারিখ পর্যন্ত ২৩টি জন্মনিবন্ধন সম্পন্ন হয়েছে। নিবন্ধিত প্রতিটি শিশুকে সঙ্গে সঙ্গে সনদসহ উপহারসামগ্রীও প্রদান করা হয়েছে। 

পৌর মেয়র শাহনেওয়াজ আলী বলেন, ‘শিশু ভূমিষ্ঠ হওয়ার পর অনেক বাবা-মা তাঁদের সন্তানের জন্মনিবন্ধনে আগ্রহী হন না। অথচ জন্মনিবন্ধন একটি শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। জন্মনিবন্ধনের মধ্য দিয়েই একটি শিশুর ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করে। বিষয়টি মাথায় রেখে এবং শিশুদের বাবা-মাকে তাঁদের সন্তানের সঠিক সময়ে সঠিকভাবে জন্মনিবন্ধনে উৎসাহিত করতে এমন উদ্যোগ নিয়েছি।’ 

পৌর সচিব হাফসা শারমিন বলেন, শিশুর জন্মনিবন্ধনে উৎসাহিত করতে এমন আয়োজন করা হয়েছে। শিশুর জন্মের খবর পাওয়ামাত্রই জন্মনিবন্ধন করার জন্য অভিভাবকদের বাসায় গিয়ে খবর দেওয়া হয়। এতে সাড়া দিয়ে তাঁরা সন্তানের জন্মনিবন্ধন করছেন। 

সনদ ও উপহারসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন পৌর সচিব হাফসা শারমিন, নিবন্ধন শাখার প্রধান আবুল কালাম আজাদ, মো. জনাব আলী, স্থানীয় নাটোর কণ্ঠের সম্পাদক সাজেদুর রহমান, আইসিটি কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।

সমাজসেবার বদলে নিজের সেবা

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

রাবির ভর্তি পরীক্ষা: রংপুরের পরীক্ষার্থীর আসন চট্টগ্রামে, চট্টগ্রামের পড়েছে ঢাকায়

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত