হোম > সারা দেশ > রাজশাহী

বিদেশে নিয়ে নির্যাতন করে মুক্তিপণ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ১ 

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিদেশে নিয়ে নির্যাতন ও নির্যাতনের ভিডিও মোবাইলে ধারণ করে ভুক্তভোগীর পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়ার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ওই ব্যক্তি একটি সংঘবদ্ধ মানবপাচার দলের সক্রিয় সদস্য বলে জানানো হয়েছে। আজ বুধবার গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতের পাঠানো হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

গতকাল মঙ্গলবার রাতে উল্লাপাড়া উপজেলার লাহেড়ী মোহনপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সিরাজগঞ্জ র‍্যাব-১২ থেকে পাঠানো এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তির নাম—আব্দুল মজিদ (৪৯)। উল্লাপাড়া উপজেলার নাদা গ্রামের মৃত ছালাম প্রামাণিকের ছেলে। 

র‍্যাব বলছে, গ্রেপ্তারকৃত আব্দুল মজিদ ও তাঁর সহযোগীরা সংঘবদ্ধ মানবপাচার দলের সক্রিয় সদস্য। তাঁরা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে লোকজনকে ভালো মানের কাজের কথা বলে লিবিয়া, ইতালি, জার্মানিসহ বিভিন্ন দেশে নিয়ে যায়। পরে এ সকল লোকদের জিম্মি করে ফাঁদে ফেলে ভয়ভীতি দেখিয়ে তাদের নির্যাতন করতেন। পরবর্তীতে ভুক্তভোগীর নির্যাতনের ভিডিও মোবাইলে ধারণ করে তাদের পরিবারের কাছে পাঠিয়ে দিতেন এবং মুক্তিপণ হিসেবে টাকা দাবি করতেন। দাবিকৃত টাকা না দিলে ভুক্তভোগীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতেন।

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত