Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

তারাবির নামাজে ভুল, ইমামকে পেটালেন মুসল্লি

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

তারাবির নামাজে ভুল, ইমামকে পেটালেন মুসল্লি
মারধরে আহত ইমাম আব্দুল্লাহ। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কামারখন্দে তারাবির নামাজে ভুল ধরাকে কেন্দ্র করে মসজিদের ইমামকে মারধরের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌবাড়ী পশ্চিম পাড়া গ্রামে বাইতুল আমান জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নামাজ চলাকালে ইমাম মাওলানা আব্দুল্লাহ কিরাতের সময় ভুল করলে তা নিজেই সংশোধন করে নামাজ শেষ করেন। তবে নামাজ শেষে মসজিদের এক মুসল্লি হাফেজ মোহাম্মদ তালহা মাইকে কথা বলার অজুহাতে সামনে এগিয়ে যান এবং ইমামের কাছ থেকে মাইকের মাউথপিস চান। ইমাম মাউথপিস দিতে অস্বীকৃতি জানালে তালহা উত্তেজিত হয়ে তাঁকে ঘুষি মারেন।

পরে মসজিদের কাঠের বাটামের লাঠি তুলে এলোপাতাড়ি মারধর করেন। এতে ইমামের পা ও শরীরের বিভিন্ন অংশে জখম হয়। পরে স্থানীয় মুসল্লিদের সহায়তায় আহত ইমামকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ১৮ বছর বয়সী হাফেজ মোহাম্মদ তালহা নিজেও একজন হাফেজ এবং তাঁর বাড়ি মসজিদের পাশে। তিনি ওই মসজিদে ইমামতি করতে চেয়েছিলেন, তবে স্থানীয় বাসিন্দারা তাঁকে ইমাম হিসেবে গ্রহণ করেননি। ধারণা করা হচ্ছে, এর জেরে তিনি ৪৭ বছর বয়সী ইমাম মাওলানা আব্দুল্লাহকে মারধর করেছেন। তবে এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ তালহার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান মোবাইল ফোনে আজকের পত্রিকা বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে উৎসুক জনতা পেয়েছি। ইমামের হাসপাতাল থেকে থানায় আসার কথা। থানায় এলে হয়তো বুঝতে পারব, তিনি লিখিত অভিযোগ দেবেন কি না।’

চেয়ার দখল করে চাকরি হারালেন বিএমডিএ প্রকৌশলী

‘সারজিস নাগরিক পার্টি করতে পারলে আমরা কেন ছাত্রদল করতে পারব না’

রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে সফলভাবে স্থাপিত হলো টারবাইন

সেতুর সুড়ঙ্গে আটকা পড়া শিশু শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার

ক্যানসারে আক্রান্ত শিশু শাফায়াত বাঁচতে চায়

ট্রান্সফরমার চুরির অভিযোগে যুবদল-ছাত্রদলের ৪ কর্মীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ভিজিএফের চাল বিতরণ: বিএনপির এক পক্ষের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ আরেক পক্ষের

রাজশাহীতে ভগ্নিপতি হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বুলু গ্রেপ্তার

‘বিদেশে থেকেও’ হামলার আসামি ইউপি চেয়ারম্যান