হোম > সারা দেশ > রাজশাহী

১৫ সেপ্টেম্বরের মধ্যে রাবির অবৈধ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে অবৈধভাবে অবস্থানরত সকল অনাবাসিক শিক্ষার্থীকে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে স্নাতকোত্তর পরীক্ষা শেষ হওয়া শিক্ষার্থীদেরও হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আবাসিকতা থাকলে ছাত্রলীগ নেতা-কর্মীরা হলে অবস্থান করতে পারবেন।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সঙ্গে হল প্রাধ্যক্ষদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে, আগামী রোববার সকাল ১০টার মধ্যে আবাসিক হলে অবস্থানরত সকল অনাবাসিক শিক্ষার্থীকে হল ত্যাগ করতে হবে। এরপর হলগুলোতে আইনশৃঙ্খলাবাহিনীর সহযোগিতায় তল্লাশি চালানো হবে। তল্লাশি চালিয়ে হলগুলো নিরস্ত্র করে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আবাসিকতা দেওয়া হবে। এর আগে ক্ষতিগ্রস্ত হলগুলো মেরামত করা হবে।’

অধ্যাপক জাহাঙ্গীর হোসেন আরও বলেন, ‘যাদের মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার ১০ দিন অতিক্রম হয়েছে, তাদেরও হল ত্যাগ করতে হবে। হলে কোনোভাবেই কোনো অবৈধ শিক্ষার্থী থাকতে পারবে না। আর নির্ধারিত সময়ের মধ্যে কেউ যদি হল ত্যাগ না করলে তাকে আইনের হাতে সোপর্দ করা হবে।’

আবাসিক ছাত্রলীগ নেতা-কর্মীদের হলে থাকার বিষয়ে সভায় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক বলেন, ‘যারা হলের আবাসিক শিক্ষার্থী, যারা বৈধ পন্থায় হলে সিট পেয়েছে তারা হলে থাকতে পারবে। সে যেই দলই করুক না কেন। তবে কারও বিরুদ্ধে যদি ফৌজদারি, রাষ্ট্রবিরোধী কিংবা মানবতাবিরোধী কোনো অভিযোগ থাকে তাহলে তার ভিত্তিতে হল প্রশাসন চাইলে তার আবাসিকতা বাতিল করতে পারে। অন্যথায় তারা হলেই অবস্থান করতে পারবে। হল প্রশাসন এ জন্য একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করবে।’

সভায় ১৭টি হলের প্রাধ্যক্ষসহ জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার