হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

নিখোঁজের পরদিন যমুনার পাড়ে মিলল ২ ভাইয়ের মরদেহ

সিরাজগঞ্জ প্রতিনিধি

নিখোঁজের এক দিন পর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর থেকে (এনায়েতপুর থানা) দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে শাহজাদপুর উপজেলার (এনায়েতপুর থানার) জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামে যমুনা নদীর পাড়ে ব্লকের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত শিশুরা হলো শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের রুবেল হোসেনের ছেলে আবু বক্কার (৪) ও তার খালাতো ভাই ইয়াসিন (৫)। 

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। 

জালালপুর গ্রামের আলহাজ্ব বলেন, দুপুরে যমুনা নদীর পাড়ে ব্লকের মধ্যে পড়ে ছিল দুই শিশুর মরদেহ। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ মরদেহ উদ্ধারে কাজ করছে। 

নিহত আবু বক্কারের বাবা রুবেল হোসেন বলেন, ‘আমি আমার ছেলে ও আমার শ্যালিকার ছেলে তিনজন শাহজাদপুর উপজেলার জালালপুরে মামা শ্বশুরের বাড়িতে বেড়াতে আসি। গতকাল শনিবার সকালে তারা দুজন নদীর পাড়ে বালুর মধ্যে খেলা করছিল। এরপর থেকে আর খুঁজে পাইনি। ঘটনাটি পুলিশকে জানাই। আজ সকালে ছেলের সন্ধানে আমি উল্লাপাড়ায় যায়। দুপুরে আমাকে কল করে জানানো হয় ছেলেকে খুঁজে পাওয়া গেছে। তারা অসুস্থ। ঘটনাস্থলে এসে দেখে নদীর পাড়ে ব্লকের ভেতর গর্তে তাদের মরদেহ পড়ে আছে।’

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে