Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়া আপাতত বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়া আপাতত বন্ধ
সীমান্তে সতর্ক অবস্থায় বিজিবি। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে রাস্তা ও কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে তৃতীয়বারের মতো পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সীমান্তে আপাতত বিএসএফ রাস্তা বা কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রাখবে বলে সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য জানান।

গোলাম কিবরিয়া বলেন, দুই বাহিনীর কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। রাস্তা বা কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে বিএসএফ। সীমান্তে কাঁটাতারের বেড়া বা রাস্তা হবে কি না তা বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, দুই দেশের নাগরিকেরা যেন উত্তেজনা সৃষ্টি করতে না পারে, সেদিকেও খেয়াল রাখা হবে বলে বৈঠকে আলোচনা হয়।

এর আগে গত রোববার সকালে ভারতের মালদহ জেলার গোপালগঞ্জ থানার সবদলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে রাস্তা ও কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বাধা দেয় বিজিবি। পরবর্তীকালে মঙ্গলবার আবারও কাজ শুরু করলে দ্বিতীয়বারের মতো বাধা দেওয়া হয়। এ নিয়ে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে আজ সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মশায় অতিষ্ঠ নগরবাসী

দুর্গাপুরে ২৪ ঘণ্টায় ৮ জনের আত্মহত্যার চেষ্টা, দুজনের মৃত্যু

মধ্যরাতে ‘রহস্যজনকভাবে’ নারী ছুরিকাহত

রাজশাহীতে ভ্যানের জন্য চালককে খুন, গ্রেপ্তার ৪

ইউএনও অফিসের কর্মকর্তার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টার অভিযোগ

সিরাজগঞ্জে পূর্ণিমা ধর্ষণ মামলা, সাজাপ্রাপ্তদের মুক্তির দাবিতে মানববন্ধন

সাঁথিয়ায় সড়কে গাছ ফেলে কয়েকটি গাড়িতে ডাকাতি

যুবদল নেতা হত্যা: সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না