সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা নদী থেকে খননযন্ত্র (ড্রেজার) দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ছয়জনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে আজ দুপুরে উপজেলার যমুনা নদীর গালা ও কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইসরাফিল হাওলাদার, মুছা হাওলাদার, আবুল কাশেম, তানজীল, ইব্রাহীম ও আব্বাস আলী।
সিরাজগঞ্জ সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, শাহজাদপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলন কাজে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়। একই সময় একটি ড্রেজার ও একটি বলগেট জব্দ করা হয়। এ ঘটনায় নৌ-পুলিশের উপপরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।