হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় দেয়ালচাপায় দুই নারীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে মাটির দেয়ালচাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। আজ বিকেলের দিকে উপজেলার হাতুড় ইউনিয়নের আমরাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভাদুরী রানী (৬২) ও মিথি রানী (৬৫)। 

বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন। 

স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনেরা জানান, সকাল থেকেই ওই অঞ্চলে বৃষ্টি হচ্ছিল। বিকেলে বাড়ি থেকে বেরিয়ে পাশের বাড়িতে ভাদুরী রানী ও মিথি রানী যাচ্ছিলেন। পথে সুশীল সাধু নামে এক ব্যক্তির বাড়ির মাটির দেয়াল ধসে তাঁদের ওপর পড়ে। এতে তাঁরা মাটির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথে মিথি রানীর মৃত্যু হয়। অন্যদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ভাদুরী রানীরও মৃত্যু হয়। 

হাতুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, বৃষ্টির মধ্যে তাঁরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাচ্ছিলেন। সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে মাটির বাড়িটির দেয়াল নরম হয়ে গেছিল। হঠাৎ সেটি ভেঙে ওই দুই নারীর ওপর পড়ে। এতে দুজনেই মারা যান।

মহাদেবপুর থানার ওসি মোজাফ্ফর হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেয়নি। এরই মধ্যে মৃতদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার