হোম > সারা দেশ > জয়পুরহাট

কালাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে এক শিশুকে (৭) ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার করেছে কালাই থানা-পুলিশ। গতকাল শুক্রবার রাত ১২টার ভুক্তভোগীর বাবা শাহীন ইসলাম কালাই থানায় ধর্ষণচেষ্টার অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে কালাই থানা-পুলিশ ঘটনার সত্যতা পাওয়ায় রাতেই আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত বৃদ্ধ জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুরের টাকাহুট গ্রামের মৃত মন্তেজার রহমানের ছেলে নুরুল ইসলাম (৬৫)। 

মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার উদয়পুরের মধুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে ভুক্তভোগী শিশু আরও কয়েকটি শিশুর সঙ্গে খেলা করছিল। খেলা শেষে শিশুটি নুরুল ইসলামের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় শিশুটিকে একা দেখতে পেয়ে নুরুল ইসলাম তাকে তাঁর বাড়িতে নিয়ে যান। বাড়িতে নিয়ে টেলিভিশনের শব্দ জোরে দিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে শিশুটি কৌশলে সেখান থেকে পালিয়ে নিজ বাড়িতে গিয়ে মাকে ঘটনার কথা বলে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে আসামি নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আজ শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে এবং জবানবন্দি রেকর্ডের জন্য ভুক্তভোগীকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত