সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের চৌহালীতে বজ্রপাতে সাদ্দাম হোসেন (৩৪) নামের এক মাঝির মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল তিন টার দিকে চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের হাটাইল চর সংলগ্ন যমুনা নদীতে এ ঘটনা ঘটে। সাদ্দাম হাটাইল গ্রামের আজাহার সিকদারের ছেলে।
চৌহালী উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মৌসুমী খান এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুর ৩টার দিকে নৌকা নিয়ে ভূতের মোড় থেকে হাটাইল চরে আসার সময় ঝড়বৃষ্টির কবলে পড়ে মাঝি সাদ্দাম হোসেন। এসময় বজ্রপাত শুরু হলে সে নৌকা থেকে নদীতে পড়ে যায়। খবর পেয়ে আত্মীয় স্বজন সহ এলাকাবাসী নৌকা এবং জাল দিয়ে অনেক খোঁজাখুঁজি করে তার লাশ উদ্ধার করে।
এ বিষয়ে চৌহালী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।