হোম > সারা দেশ > রাজশাহী

বাগাতিপাড়ায় জমি নিয়ে বিরোধে মারামারি, আহত ১২ 

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় জমিসংক্রান্ত বিরোধে মামাতো-ফুপাতো ভাইদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের প্রায় ১২ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার কসবে মালঞ্চি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে শামসুল ইসলাম ও আজবাহার আলীর পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই জেরে গতকাল সকালে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে শামসুল ইসলাম (৪০), তাঁর ছেলে এমরাদ মাহমুদ (১৫), মাসুদ রানা (৩৮), মারুফা খাতুন (৩০), রিয়াজুল ইসলাম (৫০), রায়হানুল ইসলাম (৩৮), সাবিউল করিম (৬০), ঝুমুর খাতুন (৩০), শামীম (৫৮), মিতা খাতুন (৩০), আজবাহার আলী (৭০) ও মোজাহার আলী (৬০) আহত হন। স্বজনেরা প্রথমে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

বাগাতিপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, আহত ১২ জন হাসপাতালে এসেছিলেন। এর মধ্যে দুজন এখনো ভর্তি আছেন এবং দুজনের জখম গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। 

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার