Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বাগাতিপাড়ায় জমি নিয়ে বিরোধে মারামারি, আহত ১২ 

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

বাগাতিপাড়ায় জমি নিয়ে বিরোধে মারামারি, আহত ১২ 

নাটোরের বাগাতিপাড়ায় জমিসংক্রান্ত বিরোধে মামাতো-ফুপাতো ভাইদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের প্রায় ১২ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার কসবে মালঞ্চি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে শামসুল ইসলাম ও আজবাহার আলীর পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই জেরে গতকাল সকালে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে শামসুল ইসলাম (৪০), তাঁর ছেলে এমরাদ মাহমুদ (১৫), মাসুদ রানা (৩৮), মারুফা খাতুন (৩০), রিয়াজুল ইসলাম (৫০), রায়হানুল ইসলাম (৩৮), সাবিউল করিম (৬০), ঝুমুর খাতুন (৩০), শামীম (৫৮), মিতা খাতুন (৩০), আজবাহার আলী (৭০) ও মোজাহার আলী (৬০) আহত হন। স্বজনেরা প্রথমে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

বাগাতিপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, আহত ১২ জন হাসপাতালে এসেছিলেন। এর মধ্যে দুজন এখনো ভর্তি আছেন এবং দুজনের জখম গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। 

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্র আন্দোলনের বিরোধিতা করা রুয়েটের ৪ শিক্ষক-কর্মকর্তার গুরুদণ্ড

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি দাবি: ভিসির আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

টিসিবির পণ্যবাহী ট্রাক আসতে দেরি, মানুষের হুড়োহুড়ি-সংঘর্ষ

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের

সাদাপোশাকে তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে এএসআইকে আটকাল জনতা

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি ৩০০ টাকা করার দাবি রাবি শিক্ষার্থীদের

রাজশাহী কলেজে ফরম পূরণের ফি কমানোর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

নাটোরে মুরগির খামারে মিলল ১৮০ গ্রাম ওজনের ডিম