হোম > সারা দেশ > রাজশাহী

পাবনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত 

পাবনা প্রতিনিধি

জমিজমা বিরোধের জের ধরে পাবনা জেলার চর শিবরামপুর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোজাহার সরদার (৬৫) নামের একজন নামে একজন মারা গেছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

নিহত মোজাহার সরদার চর শিবরামপুর গ্রামের মৃত বিরাত সরদারের ছেলে। 

এ বিষয়ে স্থানীয়রা বলেন, মোজাহার সরদারের সঙ্গে মোস্তফা হোসেনের জমিজমা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাত ৯টায় বাড়ির পাশের চায়ের দোকানে যাচ্ছিলেন মোজাহার সরদার। সেখানে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাহার সরদারকে মৃত ঘোষণা করেন। 

পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) রওশন ইয়াজদানি বলেন, ২০০২ সালের ভূমিহীনদের একটি জমি নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল বিকেলে এ বিষয় নিয়ে তাঁদের বৈঠকে বসার কথা ছিল। কিন্তু একটি পক্ষ না আসায় বৈঠকটি হয়নি। সন্ধ্যার দিকে নিহত মোজাহার সরদার একটি চায়ের দোকানে চা খেতে গেলে মোস্তফা হোসেনের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এরপর মোজাহার সরদার বাড়িতে চলে যান। পরে রাত নয়টার দিকে মোজাহার সরদার আবারও দোকানে চা খেতে যায়। চা খেয়ে বাড়ি ফেরার পথে তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। 
 
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আজ সোমবার ময়নাতদন্ত করা হবে। আইনশৃঙ্খলা রক্ষার্থে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে ধরতে পারেনি পুলিশ। তাঁদের ধরতে অভিযান চালান হচ্ছে। 

রাবি ক্যাম্পাসে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, কারণ নিয়ে রহস্য

রাবিতে এক যুগ পর প্রকাশ্যে বিক্ষোভ মিছিল শিবিরের

বিএসএফকে সাইজ করার জন্য আমিই এনাফ, আপনাদের দরকার নেই: বিজিবি অধিনায়ক

নাটোরে মাকে হত্যার দায়ে মেয়ের আটকাদেশ

প্রভাষকের বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ

রাজশাহীর আদালতে ‘আয়নাবাজি’, ভাড়ায় সেতাউরের সাজা খাটছেন মিঠুন

জাবির হল থেকে বগুড়ার স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

রাবিতে বাস্কেটবল খেলাকে কেন্দ্র করে হামলা, খেলোয়াড়সহ সাবেক ৩ শিক্ষার্থী আহত

মাঝপথে দুই পিডির দরপত্র স্থগিত ২০০ ঠিকাদারের ক্ষতি ২ কোটি

আশ্রয়ণের ঘর ধ্বংসে দিশেহারা ৬০ পরিবার

সেকশন