হোম > সারা দেশ > পাবনা

পাবনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত 

পাবনা প্রতিনিধি

জমিজমা বিরোধের জের ধরে পাবনা জেলার চর শিবরামপুর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোজাহার সরদার (৬৫) নামের একজন নামে একজন মারা গেছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

নিহত মোজাহার সরদার চর শিবরামপুর গ্রামের মৃত বিরাত সরদারের ছেলে। 

এ বিষয়ে স্থানীয়রা বলেন, মোজাহার সরদারের সঙ্গে মোস্তফা হোসেনের জমিজমা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাত ৯টায় বাড়ির পাশের চায়ের দোকানে যাচ্ছিলেন মোজাহার সরদার। সেখানে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাহার সরদারকে মৃত ঘোষণা করেন। 

পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) রওশন ইয়াজদানি বলেন, ২০০২ সালের ভূমিহীনদের একটি জমি নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল বিকেলে এ বিষয় নিয়ে তাঁদের বৈঠকে বসার কথা ছিল। কিন্তু একটি পক্ষ না আসায় বৈঠকটি হয়নি। সন্ধ্যার দিকে নিহত মোজাহার সরদার একটি চায়ের দোকানে চা খেতে গেলে মোস্তফা হোসেনের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এরপর মোজাহার সরদার বাড়িতে চলে যান। পরে রাত নয়টার দিকে মোজাহার সরদার আবারও দোকানে চা খেতে যায়। চা খেয়ে বাড়ি ফেরার পথে তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। 
 
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আজ সোমবার ময়নাতদন্ত করা হবে। আইনশৃঙ্খলা রক্ষার্থে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে ধরতে পারেনি পুলিশ। তাঁদের ধরতে অভিযান চালান হচ্ছে। 

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার