হোম > সারা দেশ > বগুড়া

ট্রেনের ধাক্কায় নবজাতকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে থাকা মারদিয়া (১৫ দিন) নামে এক নবজাতকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আকাশতারা এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, মারদিয়া ঢাকার মোহাম্মদপুর এলাকার মিন্টুর মেয়ে। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মিন্টু ঢাকা থেকে মাইক্রোবাসে তাঁর স্ত্রী ও নবজাতক যমজ দুই বাচ্চা এবং দুই শ্যালিকাকে নিয়ে আকাশতারায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথে আকাশতারা এলাকায় লালমনিরহাট থেকে সান্তাহারগামী লোকাল ট্রেনের ক্রসিংয়ের জন্য রেললাইনের পাশে তাঁদের মাইক্রোবাসটি থামান। কিন্তু মাইক্রোবাস রেললাইনের পাশ ঘেঁষে এমনভাবে দাঁড় করানো ছিল যে ট্রেনের ধাক্কায় উল্টে গিয়ে রাস্তায় থাকা গাছের সঙ্গে আটকে যায়। পরে স্থানীয় লোকজন মাইক্রোবাস থেকে সবাইকে উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থলে নবজাতক মারদিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় মিন্টু গুরুতর আহত হন। 

এ বিষয়ে বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান, মাইক্রোবাসের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার