Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

জঙ্গলে শিশুর লাশ, শ্বাসরোধে হত্যার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

জঙ্গলে শিশুর লাশ, শ্বাসরোধে হত্যার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

নওগাঁর নিয়ামতপুরে এক শিশুকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। গতকাল রোববার সন্ধ্যার পর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গয়েশপুর মধ্যপাড়া গ্রামের এক জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় গামছা দিয়ে তার মুখ এবং ওড়না ও রশি দিয়ে গলা বাঁধা ছিল।

এ ঘটনায় আমরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

মাসুমার বাবার করা হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কওছার রহমান।

নিহত শিশুর নাম মাসুমা খাতুন (১২)। সে গয়েশপুর গ্রামের এমদাদুলের মেয়ে ও গুজিশহর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

এজাহার সূত্রে জানা গেছে, মাসুমার বাবা এমদাদুল ও হত্যা মামলার আসামি আমরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। গতকাল বিকেলে মাসুমা প্রাইভেট শেষে তার মায়ের সঙ্গে মাঠে ছাগল চরাতে যায়। মাঠে ছাগল বেঁধে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে মাসুমা তার মাকে জানায় প্রতিবেশী আমরুল ইসলাম তাকে ডেকেছে।

তবে সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি ফিরে না আসায় তার মা বারবার আমরুলের বাসায় গিয়ে রুমের ভেতর থেকে দরজা বন্ধ ও সাড়া শব্দ না পেয়ে বিভিন্ন দিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে মাসুমার মা এমদাদুলকে বিষয়টি জানালে তিনিসহ তাঁর ভাই ভাতিজা খোঁজ করতে গিয়ে আসামির বাড়ির পাশে পাকা রাস্তাসংলগ্ন জঙ্গলে যায়। এ সময় শিশুর মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। এ ছাড়া গলায় ওড়না ও রশি প্যাঁচানো ছিল। সেখান থেকে শিশুকে উদ্ধার করে গুজিশহর বাজারে গ্রাম্য ডাক্তারের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা কওছার রহমান বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা স্বীকার করেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস

ট্রাইব্যুনালে মামলার রায় হলে লাফালাফি বন্ধ হবে: চিফ প্রসিকিউটর

শিমখেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, প্রতীকী জানাজা রাবি শিক্ষার্থীদের

একটা গোষ্ঠী চাচ্ছে না যে আমরা স্থিতিশীল হই: আইজিপি

বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ সহজ নয়: আসিফ নজরুল

ফাগুনের বৃষ্টিতে মুকুল নিয়ে উদ্বিগ্ন চাষিরা

জ্বালানি খাত জিম্মি করছেন আওয়ামী লীগের নেতারা

বগুড়ায় অপসারণের দাবিতে অধ্যক্ষকে অবরুদ্ধ

মন্দিরে দুই দফায় ভাঙচুর, যুবদল নেতা আটক