Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

রাজশাহীর দুর্গাপুরে মোটরসাইকেলে করে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় ট্রাকচাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আরেক পরীক্ষার্থী আহত হয়। 

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আনোলিয়া প্রাইমারি স্কুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তারা এসএসসি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে উপজেলার দাওকান্দি পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল। 

নিহত পরীক্ষার্থীর নাম শাহরিয়ার হাসান (১৭)। দুর্ঘটনায় গুরুতর আহত সহপাঠী মাহফুজ হাসানকে (১৭) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। 

নিহত শাহরিয়ার নাফিসের বাবা আব্দুল ওয়াহেদ ও আহত মাহফুজ হাসানের বাবার নাম নান্টু মিয়া। দুজনেরই বাড়ি উপজেলার পালশা গ্রামে। 

বিষয়টি নিশ্চিত করেছেন পালশা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত মন্ডল। 

প্রধান শিক্ষক সুব্রত মন্ডল বলেন, ‘নাফিস ও মাহফুজ তারা প্রতিবেশী। দুজনই আমার বিদ্যালয়ের ছাত্র ছিল। তাদের আজ ভূগোল ও পরিবেশ বিষয়ে পরীক্ষা ছিল। পরীক্ষার উদ্দেশ্যে সকালে কেন্দ্রে যেতে মোটরসাইকেলে দুজনে বের হয়। পথে আনোলিয়া গ্রামের প্রাইমারি স্কুলসংলগ্ন মোড়ে একটি ইটের খামালে তাদের মোটরসাইকেল ধাক্কা লাগে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির চলন্ত ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শাহরিয়ার নাফিস মারা যায়।’ 

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) নাসির হোসেন বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, রাস্তার পাশে ইট থাকার কারণে তারা পাশ নিতে পারেনি। এতে ওই দুই শিক্ষার্থী ট্রাকের নিচে চাপা পড়ে। তবে একজন ঘটনাস্থলে মারা গেলেও আরেকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

এসআই আরও বলেন, ট্রাকটি জব্দ করে থানায় নেওয়ার প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার্থীর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দুর্নীতির অভিযোগে অবরুদ্ধ অধ্যক্ষ

জুলাই স্মৃতিস্তম্ভের সামনে ‘জয় বাংলা’ স্লোগান, ভাইরাল সেই তরুণী গ্রেপ্তার

কেউ এককভাবে সরকার গঠন করলে সংসদ টিকবে না: সারজিস

মাকে হত্যার পর বসতঘরে পুঁতে রাখার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

যাদের ইতিহাসের দায়ভার আছে, তাদের সঙ্গে জোটে যেতে ভাবতে হবে: নাহিদ

স্বতন্ত্র প্রার্থী হতে এনসিপি থেকে পদত্যাগ

আলু উৎপাদন: কেজিতে কৃষকের ক্ষতি ২০ টাকা

বাঘায় পদ্মার চরে জমি দখল নিয়ে কুষ্টিয়ার ‘কাকন বাহিনীর হামলা’, গুলিবিদ্ধ হয়ে নিহত ২

৪ দফা দাবিতে রাবির সমাজবিজ্ঞান শিক্ষার্থীদের বিক্ষোভ

নার্সকে ক্লিনিকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, চিকিৎসক কারাগারে