হোম > সারা দেশ > রাজশাহী

১৪ বছরের সাজা থেকে বাঁচতে ২১ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর পুঠিয়ায় অপহরণ মামলায় ১৪ বছরের সাজা হয় আতাউর রহমান (৪৫) নামে এক ব্যক্তির। ২০০২ সালে থানায় অভিযোগ দায়েরের পর থেকে তিনি প্রায় ২১ বছর যাবৎ পলাতক ছিলেন। অবশেষে র‌্যাব-৩-এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়া থানাধীন এলাকা থেকে তাঁকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করেন।

পরদিন গতকাল শুক্রবার পুঠিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামি আতাউর রহমান পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, সাজাপ্রাপ্ত আসামি আতাউরের বিরুদ্ধে পুঠিয়া থানায় ১৬ মে ২০০২ তারিখে একটি অপহরণ মামলা দায়ের করা হয়। এরপর গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘ প্রায় ২১ বছর পলাতক ছিলেন। তবে তাঁর অনুপস্থিতিতে মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তাঁকে ১৪ বছরের কারাদণ্ড প্রদান করেন। 

ওসি বলেন, আসামি গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করছিলেন। ২২ জুন গোপন সংবাদে র‌্যাব-৩-এর সদস্যরা আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন। পরে পুঠিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি আতাউরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে