হোম > সারা দেশ > রাজশাহী

পুঠিয়ায় রথমেলায় মাদক বেচাকেনার অভিযোগ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর পুঠিয়ায় রথমেলা ঘিরে কয়েকটি স্থানে মাদক বেচাকেনার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় চিহ্নিত একটি মাদক বিক্রেতা চক্র এই কাজ করছে।

জানা গেছে, উপজেলার রাজবাড়ী মাঠে গত ২১ জুন শুরু হওয়া রথমেলা চলবে আগামীকাল পর্যন্ত। আয়োজক কমিটি এ উপলক্ষে রাজবাড়ী মাঠে খেলাধুলা ও বিভিন্ন পণ্য বিক্রির স্টল বসিয়েছে। এই মেলা ঘিরে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর আনাগোনা বেড়ে যায়।

সেলিম রেজা নামে মেলায় আসা এক দর্শনার্থী বলেন, ‘কিছু লোককে মেলার আনাচ-কানাচে মাদক সেবন করতে দেখেছি। এই মেলায় আমি আগেও এসেছি, কিন্তু এমন দৃশ্য আর দেখিনি। এমন হতে থাকলে এই মেলায় সাধারণ মানুষ আসা বন্ধ করে দেবে।’

মেলার ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, একটি চক্র মেলাজুড়ে বিচরণ করছে। তারা প্যান্টের পকেটে ইয়াবা, হেরোইন, গাঁজা নিয়ে ঘোরে। হাঁটাচলার মধ্যেই তারা এসব বিক্রি করছে। পাশের একটি বাড়ি থেকে ফেনসিডিল সরবরাহ করা হচ্ছে। মাদক ব্যবসায়ীরা প্রভাবশালীদের মদদে চলে। যে কারণে প্রাণভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না।

তবে রথমেলা আয়োজক কমিটির সভাপতি চঞ্চল চৌধুরী বলেন, ‘মেলায় মাদক বিক্রি বা বেআইনি কোনো কাজ হচ্ছে কি না জানা নেই। যদি হয়ে থাকে, তবে তা পুলিশ-প্রশাসন দেখবে।’

এ ব্যাপারে জানতে চাইলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, মেলায় মাদক কেনাবেচার বিষয়টি জানা নেই। তবে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে