হোম > সারা দেশ > রাজশাহী

চাঁদাবাজির অভিযোগে বিএনপির সাবেক মেয়রকে শোকজ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে বেপরোয়া চাঁদাবাজি, দোকানপাট দখল ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির নেতা ও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি। মন্টু জেলা বিএনপির সদস্য ও দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। 

গতকাল সোমবার রাতে রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাঁকে শোকজের বিষয়টি জানানো হয়। 
 
নোটিশে বলা হয়, গত ৩১ আগস্ট জেলা বিএনপির কাছে দুর্গাপুর পৌরসভা বিএনপি কমিটি সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টুর বিরুদ্ধে অভিযোগ আসে। এতে বলা হয়, সাবেক মেয়র সাইদুর রহমান মন্টুর ছত্রচ্ছায়ায় কিছু যুবক দুর্গাপুর পৌর ও উপজেলায় চাঁদাবাজি, দোকানপাট দখলসহ নানা অপকর্মে লিপ্ত রয়েছেন। 

এ সংগঠিত কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী হওয়ায় কেন সাইদুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেটি এই নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। 

এ বিষয়ে সাইদুর রহমান মন্টুকে মোবাইল ফোনে কল দেওয়া হলে তাঁর মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার বলেন, মন্টুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে জেলা কমিটির নেতারা বসে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন