নির্বাচনে জয়লাভের পরদিনই হেরে যাওয়া প্রার্থীদের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাটোরের বাগাতিপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র শরিফুল ইসলাম লেলিন। গত রোববার (১৬ জানুয়ারি) নির্বাচনে জয়লাভের পর সোমবার তিনি এই সাক্ষাৎ করেন।
নাটোরের বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে গত রোববার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে স্বতন্ত্র প্রার্থী (উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া) শরিফুল ইসলাম লেলিন মাত্র ৯৯ ভোট ব্যবধানে মেয়র নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পরদিন সোমবার রাতে ওই পৌর নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থীদের বাড়িতে গিয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।
মেয়র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) ময়মূর সুলতান এবং আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহীদা খাতুন, স্বতন্ত্র প্রার্থী (পৌর বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত) আমিরুল ইসলাম জামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ প্রসঙ্গে সদ্য নির্বাচিত মেয়র শরিফুল ইসলাম লেলিন বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সব কাউন্সিলর ও জনসাধারণকে সঙ্গে নিয়ে পৌরসভার উন্নয়নে কাজ করার প্রতিজ্ঞা করছি।’