হোম > সারা দেশ > নাটোর

নির্বাচনে জিতে প্রতিদ্বন্দ্বীদের বাড়ি গিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন মেয়র

প্রতিনিধি, বাগাতিপাড়া (নাটোর)

নির্বাচনে জয়লাভের পরদিনই হেরে যাওয়া প্রার্থীদের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাটোরের বাগাতিপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র শরিফুল ইসলাম লেলিন। গত রোববার (১৬ জানুয়ারি) নির্বাচনে জয়লাভের পর সোমবার তিনি এই সাক্ষাৎ করেন। 

নাটোরের বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে গত রোববার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে স্বতন্ত্র প্রার্থী (উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া) শরিফুল ইসলাম লেলিন মাত্র ৯৯ ভোট ব্যবধানে মেয়র নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পরদিন সোমবার রাতে ওই পৌর নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থীদের বাড়িতে গিয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। 

মেয়র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) ময়মূর সুলতান এবং আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহীদা খাতুন, স্বতন্ত্র প্রার্থী (পৌর বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত) আমিরুল ইসলাম জামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

এ প্রসঙ্গে সদ্য নির্বাচিত মেয়র শরিফুল ইসলাম লেলিন বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সব কাউন্সিলর ও জনসাধারণকে সঙ্গে নিয়ে পৌরসভার উন্নয়নে কাজ করার প্রতিজ্ঞা করছি।’

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার