হোম > সারা দেশ > নাটোর

বাগাতিপাড়ায় বইমেলায় উপচে পড়া ভিড়

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় ‘আমরা ক’জন স্পোর্টিং ক্লাব’-এর আয়োজনে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে চলছে পাঁচ দিনব্যাপী বইমেলা। প্রতিদিন সন্ধ্যা নামতেই দর্শনার্থী, ক্রেতা ও পাঠকের উপচে পড়া ভিড় দেখা যায়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, বইপ্রেমীদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। কেউ বই কিনছেন, কেউ হাতে নিয়ে দেখছেন।

মেলার আয়োজকেরা জানান, এটি তাদের ২৯তম বইমেলা। গত বছর করোনার নিষেধাজ্ঞার জন্য মেলা করা সম্ভব হয়নি। এ বছর কয়েক দিন পরে হলেও মেলা শুরু হয়েছে। প্রতিদিনই শিক্ষার্থীদের বইয়ের প্রতি আকৃষ্ট করার জন্য মেলা কমিটির পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে। আর এলাকাটি কৃষিপ্রধান হওয়ায় মানুষ সারা দিনের কর্মব্যস্ততা শেষে সন্ধ্যার পরে পরিবার নিয়ে মেলায় আসেন। দর্শনার্থীদের জন্য রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়ে থাকে।

স্টল মালিক লালন হোসেন বলেন, ‘মেলাটি কৃষিপ্রধান ও গ্রামীণ এলাকায় হওয়ায় এখানে বইয়ের আলাদা কোনো প্রকাশনা বা লেখকের বই নেই। এলাকার চাহিদা অনুযায়ী গল্প, নাটক, উপন্যাস, শিশুতোষ বই শহরের বই বিক্রেতাদের কাছ থেকে কিনে আনা হয়েছে। করোনার কারণে প্রায় দুই বছর মানুষ ঘরবন্দী হয়ে পড়ায় এ বছর মেলায় প্রচুর মানুষ হচ্ছে এবং তাঁদের বেচাবিক্রিও ভালো হচ্ছে।

বইমেলায় ঘুরতে আসা কাদিরবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী মিশকাতুল জান্নাত অর্থি বলেন, ‘ছোট ভাইকে নিয়ে বাবার সঙ্গে মেলায় এসেছি। দুটি করে বই কিনেছি। অনেক দিন ঘরবন্দী থাকার পরে মেলায় এসে খুব ভালো লাগছে।’ 

বাগাতিপাড়া পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন বলেন, ‘পরিবারের সবাইকে নিয়ে মেলায় ঘুরতে এসেছি। ছেলেমেয়েরা তাদের পছন্দের বইগুলো কিনছে। মেলা আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।’ 

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার