হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ছোট ভাইয়ের স্ত্রী ও ভাইপোর মারধরে বৃদ্ধ নিহত

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ায় ছোট ভাইয়ের স্ত্রী ও ভাইপোর মারধরে দুলু প্রামাণিক (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দুলু প্রামাণিক বগুড়া পৌর এলাকার ডাকুরচক মধ্যপাড়ার এলাকার মৃত অফির উদ্দিনের ছেলে। মারধরে দুলুর মৃত্যু হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন।

ওসি মঈনুদ্দিন জানান, বাড়ির পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ নিয়ে ছোট ভাই বাবলু প্রামাণিকের সঙ্গে বিরোধ চলছিল দুলু প্রামাণিকের। গত ২০ জানুয়ারি দুপুরে বিরোধের জেরে বাবলু প্রামাণিকের স্ত্রী মোরশেদা বেগম ও ছেলে ইমরান প্রামাণিক দুলু প্রামাণিককে মারধর করেন। এক পর্যায় তিনি ড্রেনে পড়ে গিয়ে বুকে ও মাথায় আঘাতপ্রাপ্ত হন। তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তিনি মারা যান।

ওসি মঈনুদ্দিন বলেন, দুলু প্রামাণিকের মৃত্যুর সংবাদ পেয়ে তাঁর ছোট ভাই বাবলু প্রামাণিক বাড়িতে তালা দিয়ে স্ত্রী-সন্তান নিয়ে আত্মগোপনে গেছেন। তাঁদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার