হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে প্রচার চালানোর সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা

নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন মানিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৭টার দিকে দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে।

জাহাঙ্গীর হোসেন মানিক ও তাঁর সমর্থকদের দাবি নির্বাচনে অপর প্রার্থী শরিফুল ইসলাম শরীফের কর্মী-সমর্থকেরা এই হামলা চালিয়েছেন। তবে শরিফুল ইসলাম শরীফ অভিযোগ অস্বীকার করেছেন। বর্তমানে জাহাঙ্গীর হোসেন মানিক নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান হামলায় চেয়ারম্যান প্রার্থী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

জাহাঙ্গীর হোসেন মানিক বলেন, ‘মাগরিবের নামাজ শেষে সোনাপুর বাজারে লোকজনের সঙ্গে মতবিনিময় করছিলাম। এ সময় আমার প্রতিপক্ষ প্রার্থী শরিফের সমর্থক আবুল কালাম আজাদ ও তার লোকজন আমার ওপর চড়াও হয়। এরপর তাঁরা রড ও চেয়ার দিয়ে মারধর শুরু করে। এ সময় মারধর থেকে আমাকে বাঁচাতে গিয়ে আমার ৪-৫ সমর্থকও আহত হয়েছেন।’

অভিযোগ অস্বীকার করে শরিফুল ইসলাম জানান, তাঁর কোনো কর্মী প্রতিপক্ষের প্রার্থীর ওপর হামলা করেনি। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শরিফ আলী জানান, জাহাঙ্গীর হোসেন মানিকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, তবে তা গুরুতর নয়। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

বাগাতিপাড়া থানার ওসি নান্নু খান বলেন, হামলার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। প্রার্থী জাহাঙ্গীর হোসেন মানিক নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছেন। এলাকায় পুলিশ টহল দিচ্ছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে