গতকাল রোববার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে কাতার বিশ্বকাপ ফুটবলের। এদিন বিশ্বকাপে নিজ দলকে শুভকামনা জানিয়ে আনন্দ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা সমর্থকেরা। এরই ধারাবাহিকতায় আজ সোমবার দুপুরে ‘হেক্সা’ জয়ের মিশনে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে আনন্দ মিছিল করেছে তাঁরা।
রোববার আর্জেন্টিনার মিছিলের পরপরই (আজ) সোমবার দুপুর ১টায় আনন্দ মিছিলের ঘোষণা দেয় রাবি শাখা ব্রাজিল ফ্যানস ক্লাব। মিছিলে অংশ নিতে দুপুর সাড়ে ১২টা থেকেই সমর্থকেরা দলে দলে জড়ো হতে থাকেন বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে। পরে দুপুর ১টায় বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি টুকিটাকি চত্বর থেকে শুরু করে প্যারিস রোড ঘুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
আনন্দ মিছিলে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, ‘নান্দনিক ফুটবলের যদি কোনো দল থাকে, তার নাম ব্রাজিল। মিশন হেক্সা জয়ের উদ্দেশে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমর্থকেরা এক হয়েছি। উদ্দেশ্য একটাই তা হচ্ছে ষষ্ঠ বিশ্বকাপ জয়।’