হোম > সারা দেশ > নাটোর

টিভি ডেলিভারি দিতে গিয়ে নিখোঁজ যুবক, পরদিন মিলল লাশ

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে নিখোঁজের পরদিন সোহেল আলী (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের এয়ারপোর্ট মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত সোহেল আলী পুরাতন ঈশ্বরদী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মেকানিক ছিলেন। 

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় একটি টেলিভিশন ডেলিভারি দিতে গিয়ে তিনি নিখোঁজ হন। তবে তাঁর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। স্থানীয়দের ধারণা, সোহলেকে হত্যা করা হয়েছে। 

স্থানীয়দের বরাত দিয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, গতকাল সন্ধ্যায় একটি টিভি ডেলিভারি দেওয়ার জন্য দোকান থেকে এয়ারপোর্ট মোড় এলাকায় যান সোহেল। পরে রাতে আর তিনি বাড়ি ফিরে আসেননি। তাঁর স্বজনেরা রাতভর খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। আজ সকালে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের এয়ারপোর্ট মোড় এলাকায় সোহেলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। 

ওসি আরও বলেন, সোহেলর নাকে রক্ত লেগে আছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় এখনো মামলা করা হয়নি।

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত