Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

চাঁদাবাজির মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

চাঁদাবাজির মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে নাটোরের নলডাঙ্গা উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক বাবলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে বাঁশিলা গ্রামের পাট ব্যবসায়ী মহসিন আলীর চাঁদাবাজির মামলা করার পর রাতে বাড়ি থেকে বাবলাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে নাটোর আমলি আদালতে পাঠায় পুলিশ।

গ্রেপ্তার বাবলা নলডাঙ্গা গ্রামের শাহাদত আলীর ছেলে ও উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক।

নলডাঙ্গা থানা-পুলিশ সূত্রে জানা যায়, নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামের পাট ব্যবসায়ী মহসিন আলীর কাছে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন বাবলা। এর মধ্যে পাট ব্যবসায়ী চাঁদার ৫ হাজার ২০০ টাকা দেন কৃষক দলের নেতা বাবলাকে। পরে বাকি চাঁদার টাকা আদায়ে চাপ দিলে গতকাল পাট ব্যবসায়ী বাদী হয়ে মামলা করেন। রাতে পুলিশ অভিযান চালিয়ে কৃষক দলের নেতাকে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ পাওয়ার পর বাবলাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় আরেকজন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে চাল লুট

ছিনতাইয়ের জন্য রিকশাচালককে নিয়ে মহড়া

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২৭ বাংলাদেশিকে লিবিয়ায় নিয়ে মুক্তিপণ আদায়, চক্রের হোতা গ্রেপ্তার

রাজশাহীর পদ্মাতীরে ভেসে এল মৃত ডলফিন

নওগাঁয় ২৯ টন সরকারি চাল জব্দ

ছাত্র অধিকার পরিষদের ১৩ নেতা-কর্মীর ছাত্রসংসদে যোগদান

নারীঘটিত বিষয়, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার

করতোয়া নদীর পাশে মিলল মুখ পুড়িয়ে দেওয়া লাশ