হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় স্ত্রী-সন্তানসহ সাবেক শ্রমিক লীগ নেতার নামে দুদকের মামলা

বগুড়া প্রতিনিধি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বগুড়া জেলা জাতীয় শ্রমিক লীগ ও মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলালসহ তাঁর স্ত্রী ও ছেলের নামে দুদকের মামলা হয়েছে। 

দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া কার্যালয়ের উপপরিচালক মনিরুজ্জামান বাদী হয়ে আজ রোববার এই মামলা করেন। মামলায় সামছুদ্দিন শেখ হেলাল, তাঁর স্ত্রী হেলেনা পারভীন ও ছেলে হোসাইন হাবীবকে আসামি করা হয়েছে। 

দুদকের উপপরিচালক মনিরুজ্জামান বলেন, মামলায় হেলালের বিরুদ্ধে ৯ কোটি ৭২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া আরও ১ কোটি ২ লাখ টাকার বেশি সম্পদ তাঁর দ্বিতীয় স্ত্রী স্কুলশিক্ষক আবে জমজম ওরফে নাজীর কাছে স্থানান্তরের অভিযোগও করা হয়েছে মামলায়। 

দুদকের এজাহার সূত্রে আরও জানা যায়, হেলালের প্রথম স্ত্রী হেলেনা পারভীন জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৪১ লাখ ২৩ হাজার ৯৮৩ টাকা অর্জন করেছেন। এর মধ্যে তাঁর দেওয়া সম্পদ বিবরণীতে ১৬ লাখ ৯৪ হাজার ১৮৯ টাকা ভিত্তিহীন হিসাব দেন তিনি। 

এ কারণে তাঁর বিরুদ্ধেও এসব অভিযোগে দুদক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা হয়। হেলালের ছেলে হোসাইন হাবীবের বিরুদ্ধেও ২ কোটি ৮০ লাখ ৫ হাজার ৩৪৯ টাকা অবৈধ আয়ের প্রাথমিক সত্যতা পায় দুদক। এ জন্য দুদক আইনে তাঁকেও আসামি করা হয়। 

সামছুদ্দিন শেখ হেলাল বলেন, ‘দুদক আমার কাছে সম্পদ বিবরণী চেয়েছিল। আমি সম্পদ বিবরণী দাখিল করেছি। সম্পদের বিপরীতে আয়কর দেওয়া হয়।’ 

দুদক উপপরিচালক মনিরুজ্জামান বলেন, পরিবহন নেতা সামছুদ্দিন শেখ হেলালের অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়ে দীর্ঘদিন ধরে অনুসন্ধান করা হয়েছে। তদন্তে অবৈধ সম্পদের প্রাথমিক সত্যতা পাওয়ায় হেলাল, তাঁর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের