হোম > সারা দেশ > রাজশাহী

উল্লাপাড়ায় লোকালয়ে ঘুরছে মুখপোড়া হনুমান

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুদিন ধরে হালকা হলুদ ও সাদা রঙের মুখপোড়া একটি হনুমান লোকালয়ে এবং গাছের ডালে ডালে ঘুরে বেড়াচ্ছে। গতকাল শনিবার উপজেলার বাঙ্গালা ইউনিয়নের মোড়দহ গ্রামের আক্তার হোসেনের বাড়ির একটি গাছে প্রথম দেখা যায় এটি। 

আজ রোববার সরেজমিনে দেখা যায়, উপজেলার বাঙ্গালা ইউনিয়নের মোড়দহ ও কাটারমহল গ্রামের বিভিন্ন বাড়ি এবং বাগানে ঘুরে বেড়াচ্ছে হনুমানটি। মানুষ দেখলেই ভয় পাচ্ছে। গাছ থেকে মাটিতে নামছে না। উৎসুক লোকজন মাঝে মাঝে নিচ থেকে গাছের ডালে কলা ও পাউরুটি ছুড়ে দিচ্ছেন। হনুমানটি সেগুলো ধরে খেলেও বেশিক্ষণ একস্থানে অবস্থান করছে না। 

মোড়দহ গ্রামের বাসিন্দা হান্নান আলী জানান, শনিবার সকালে আক্তার হোসেনের বাড়ির একটি গাছে প্রথম হনুমানটি দেখা যায়। লোকজন এগিয়ে এলে এটি দ্রুত অন্যত্র চলে যায়। তবে স্থানীয় লোকজন তাকে খাবার দিলেও কেউ তাকে বিরক্ত করছে না। এই খবর স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে, এটি দেখতে ভিড় করছে উৎসুক জনতা। তবে বিষয়টি সিরাজগঞ্জ জেলা বন বিভাগকে জানানো হয়েছে বলে জানান তিনি। 

এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা বন কর্মকর্তা মামুনুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘হনুমানের উপস্থিতি সম্পর্কে আমরা জানতে পেরেছি। আসলে ভারত থেকে ঝাড়খন্ড হয়ে অনেক পণ্যবাহী ট্রাক বাংলাদেশে আসে। অনেক বনের পাশ দিয়ে ট্রাক চলাচলের সময় দলছুট হনুমান ট্রাকে চেপে বসে এ দেশে চলে আসে। পরে ফিরে যাওয়ার পথ হারিয়ে ফেলে। হনুমানটি ভারত থেকে এসেছে বলে আমাদের ধারণা করা হচ্ছে।’ 

এই কর্মকর্তা আরও বলেন, ‘হনুমান ধরার সরঞ্জাম জেলা অফিসে নেই। বিষয়টি রাজশাহী বিভাগীয় বন অফিসে জানানো হয়েছে। সেখান থেকে এটিকে ধরার প্রস্তুতি চলছে।’ হনুমানটিকে কোনোরকম আঘাত বা বিরক্ত না করার জন্য সংশ্লিষ্ট এলাকার লোকজনকে অনুরোধ জানিয়েছেন তিনি।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন