হোম > সারা দেশ > নাটোর

টিউশনি করতে বেরিয়ে কলেজছাত্র নিখোঁজ, ১ মাসেও সন্ধান মেলেনি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে টিউশনি করতে বেরিয়ে এক মাস আগে উপজেলার বনপাড়া বাজার থেকে আল-আমিন (২৬) নামের এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করে তাঁর সন্ধান পায়নি পরিবার। নিখোঁজের বিষয়ে আজ শনিবার পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। গত ১২ জুলাই বড়াইগ্রাম থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন আল-আমিনের বড় ভাই মীর আমির হামজা। 

সংবাদ সম্মেলনে আল-আমিনের ছেলে আব্দুল্লাহ (৩), স্ত্রী কানিজ সুবর্ণা, মা মেহেরুন বেগম, ভাই আমির হামজা ও মামাশ্বশুর সবুজ আলী উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্ত্রী কানিজ সুবর্ণা বলেন, ‘আল-আমিন নাটোর সিরাজ-উদ-দৌলা কলেজের রসায়ন বিভাগ থেকে সম্মান চতুর্থ বর্ষের পরীক্ষা দিয়েছেন। লিখিত পরীক্ষা শেষ হলেও ব্যবহারিক পরীক্ষা বাকি আছে। পড়ালেখার পাশাপাশি টিউশনির টাকায় তিনি সংসার চালাতেন। গত মাসের ৪ তারিখ বিকেলে টিউশনি করার জন্য বাড়ি থেকে বের হন আল-আমিন। টিউশনি শেষ করে বনপাড়া বাজারে মাগরিবের নামাজ পড়েন। এরপর থেকে আল-আমিন হোসেনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।’ 

কানিজ সুবর্ণা আরও বলেন, ‘আল-আমিনের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে কল দিলে কেটে দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। পরে গত ১২ জুলাই বড়াইগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কিন্তু এক মাস অতিবাহিত হলেও পুলিশ আমার স্বামীর কোনো সন্ধান দিতে পারে নাই। একমাত্র ছেলেকে নিয়ে মানবেতর জীবন যাপন করছি। ছেলে বারবার বাবাকে দেখতে চায়। আমি এই অবুঝ শিশুকে কীভাবে বোঝাব তার বাবার খোঁজ নেই।’

আল-আমিন হোসের মা মেহেরুন বেগম বলেন, ‘আল-আমিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত। কোনো রাজনৈতিক দলের কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল না। টিউশনি করে পড়ালেখা করত। হঠাৎ করে একজন মানুষ এভাবে নিখোঁজ হয়ে যায়। আগে কখন কল্পনাও করি নাই।’

বড় ভাই আমির হামজা বলেন, ‘গত ৪ জুলাই মাগরিবের নামাজ পড়ে বের হওয়ার সময় আমার সঙ্গে দেখা হয় আল-আমিনের। পরে রাত থেকেই তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। বড়াইগ্রাম থানায় ও র‍্যাব অফিসে লিখিত অভিযোগ করি। পুলিশ-র‍্যাবের কাছে বারবার ধরনা দিয়েো কোনো লাভ হচ্ছে না। আমার ভাই জীবিত না মৃত আমরা জানতে পারছি না।’

বড়াইগ্রাম থানার পরিদর্শক সরল মরমু বলেন, ‘নিখোঁজ আল-আমিনকে খুঁজে বের করার চেষ্টা চলছে। ইন্টারনেট জটিলতায় কিছুটা বিলম্ব হচ্ছে। আশা করছি খুব তাড়াতাড়ি তাঁর সন্ধান পাওয়া যাবে।’

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার