নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
এবার আওয়ামী লীগ সমর্থকদের বাড়িতে ব্যাগে ভরে কাফনের টুকরো ও গোলাপজল রেখে গেছে দুর্বৃত্তরা। এর সঙ্গে একটি চিরকুট, তাতে লেখা রয়েছে আ, জ, আ, ম। আর কাফনের টুকরোতে লাল কালিতে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।
ঘটনাটি ঘটে রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর এলাকায়।
এর আগে ৫ আগস্ট সরকারের পতনের পর নওহাটা পৌরসভা কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ভাঙচুর করা হয় নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমানের কার্যালয়। আওয়ামী লীগ নেতা বাবুর ব্যক্তিগত কার্যালয় ও আরেক নেতার মার্কেটে ভাঙচুর করা হয়।
স্থানীয় বীর মুক্তিযোদ্ধা রকিবুল ইসলামের বাড়ি লুটপাট, পাটের গুদাম ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া নওহাটায় ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়, বড়গাছি ও হুজরিপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় ভাঙচুর করা হয়।
দোকানি মিনারুল ইসলাম বলেন, ‘সোমবার (১২ আগস্ট) দিবাগত রাতে কে বা কারা তার দোকানের সামনে গোলাপজল ও কাফনের কাপড় রেখে যায়। এতে এলাকাবাসী আতঙ্কে রয়েছে।’