Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

নির্বাচনে সহিংসতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: রাজশাহী বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

নির্বাচনে সহিংসতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: রাজশাহী বিভাগীয় কমিশনার

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবির বলেছেন, উপজেলা নির্বাচনে কোনো প্রার্থীর সমর্থকেরা সহিংসতার চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভ্রাম্যমাণ আদালত তৎপর আছেন। 

আজ বুধবার সকালে রাজশাহীর পবা উপজেলার নওহাটা বালিকা  উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচন হচ্ছে এমন প্রতিটি উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। কেউ কোনো ধরনের সহিংসতার চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বিভাগীয় কমিশনার বলেন, গতবার উপজেলা নির্বাচনে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১২ জনের বেশি সদস্যকে দেওয়া যায়নি ৷ এবার সাধারণ ভোটকেন্দ্রগুলোতে ১৭ জন রয়েছেন ৷ গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আছেন ১৯ জন ৷ এর বাইরে মাঠে পুলিশ ও বিজিবির স্ট্রাইকিং ফোর্স আছে। প্রতিটি ইউনিয়নে জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ৷ যারা দুষ্কৃতকারী, সংখ্যায় আমরা তাদের চেয়ে বেশি আছি। সুতরাং, ভোটে সহিংসতার চেষ্টা করলে লাভ হবে না। 

উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম নিয়ে সাংবাদিকেরা জানতে চাইলে বিভাগীয় কমিশনার বলেন, উপজেলা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপে গড়ে ৩৭ শতাংশ ভোটার এসেছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিটি ওয়ার্ডের সদস্য পদপ্রার্থীরা ভোটার নিয়ে আসেন। উপজেলা নির্বাচনে প্রার্থী কম, সেটা হয় না। এবার সকাল থেকে আবহাওয়া প্রতিকূল ছিল, তাই ভোটার একটু কম ছিল। এখন ধীরে ধীরে বাড়বে। 

এ সময় বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার, পবা উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মো. হাসনাত প্রমুখ উপস্থিত ছিলেন। 

আজ বুধবার রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিভাগীয় কমিশনার সকালে পবার নওহাটা বালিকা উচ্চবিদ্যালয় ছাড়াও বায়া উচ্চবিদ্যালয় ও নওহাটা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি ভোটার ও এজেন্টদের সঙ্গে কথা বলেন। ভোট গণনা শেষে কেন্দ্র থেকে ফলাফল নিয়েই বাড়ি ফেরার জন্য প্রার্থীর এজেন্টদের পরামর্শ দেন তিনি।

নওগাঁ ও পাবনায় বাস ডাকাতি: আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্টে শেরপুরে আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

মা–মেয়েসহ নিহত ৩, আহত তিনজনের চেতনার মাত্রা কমছে

রাজশাহীতে নদী থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

রাজশাহীতে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে নিহত ৩

রাবি প্রশাসনের ইফতারের আয়োজন, খাবার পাননি অনেকে

ডাক্তার আসছেন বলে ১২ ঘণ্টা অপেক্ষা করানোর পর গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু

কিস্তি না পেয়ে ছাগল নিয়ে গেল জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থা

নাটোরের যুবলীগ নেতা কালিয়া গ্রেপ্তার

কাজীপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর