হোম > সারা দেশ > রাজশাহী

পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে পুকুর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হাসানুর আলম (৩০) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোরে উপজেলার উমার ইউনিয়নের খড়মপুর এলাকায় এ ঘটনা ঘটে। হাসানুর আলম ওই গ্রামের মো. ফেরদৌস আলীর ছেলে।

নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন হাসানুর আলম। আজ ভোরে বাড়ির পাশের একটি পুকুরে তাঁর ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।

ধামইরহাট থানার তদন্ত কর্মকর্তা (সাব ইন্সপেক্টর) মোকারম হোসেন বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন,  ‘স্থানীয় বাসিন্দা ও পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানালে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যাই। পরে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়। এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

তদন্ত কর্মকর্তা আরও বলেন, ওই যুবক মাদকাসক্ত ছিলেন। মাদকাসক্ত হওয়ায় স্ত্রী তাঁকে ত্যাগ করে চলে যান। তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি