হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পারভেজ আলী (১৩) নামের এক নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে চৌডালা ইউনিয়নে বাগমারা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ব্যাটারিচালিত ভ্যান ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। 

পারভেজ গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের শুক্রবাড়ী গ্রামের দুলাল আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, গত রোববার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল পারভেজ। ওই দিন ব্যাটারিচালিত ভ্যান নিয়ে ভাড়া ধরার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেনি সে। এ নিয়ে থানায় জিডিও করেছিল তার পরিবার। মঙ্গলবার সকালে বাগমারা এলাকায় তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। 

গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাফিকুল ইসলাম জানান, পারভেজের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন আছে। তাই ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনিয়ে নিতেই কে বা কারা তাকে হত্যা করে থাকতে পারে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের