রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। মৃত ষাটোর্ধ্ব ওই ব্যক্তি নাটোরের বাসিন্দা বলে হাসপাতালের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে নতুন একজন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন চারজন। আজ সকাল ৮টা পর্যন্ত মোট রোগী ছিলেন ২৭ জন।
গতকাল রাজশাহীতে ২০৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে চারজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এতে সংক্রমণের হার শূন্য দশমিক ৯৭ শতাংশ।