সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে নিখোঁজের সাত দিন পর মারুফ হাসান (১২) নামের এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ র্যাব-১২-এর হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের অধিনায়ক মো. মারুফ হোসেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবুল হাশেম, রফিকুল ইসলাম, আল-আমিন, ওমর ফারুক ও কাউসার হোসেন। তাঁদের বাড়ি তাড়াশ উপজেলায়। নিহত মারুফ হাসান তাড়াশ উপজেলার ধামাইনগর ইউনিয়নের ঝুরঝুরি গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
র্যাবের অধিনায়ক বলেন, ৫ এপ্রিল দুপুরে মাদ্রাসাছাত্র মারুফ হাসান বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পর্যন্ত সে বাড়ি ফিরে না এলে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। মারুফ হাসানকে না পেয়ে তার বাবা মোশারফ হোসেন রাতে তাড়াশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।