চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ রোববার সরকারি ছুটি থাকায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলার সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে খোলা রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট। যাতায়াত করছে ভারত বাংলাদেশের দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা। বিষয়টি নিশ্চিত করেছেন সোনা মসজিদ স্থলবন্দরের ডেপুটি কমিশনার অব কাস্টমস মো. নুর-উদ্দিন মিলন।
মো. নুর-উদ্দিন মিলন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রোববার সরকারি ছুটি। ফলে সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। সোমবার সকাল থেকে পুনরায় সব কার্যক্রম চলবে।
সোনা মসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হারুন-অর রশিদ বলেন, বন্দর বন্ধের বিষয়টি দুই দিন আগেই চিঠি দিয়ে ভারতের মহদিপুর কাস্টমস স্টেশন ও বন্দর ব্যবহারকারী সব আমদানি-রপ্তানিকারকদের জানানো হয়েছে।