Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

ভুল সেটের প্রশ্নপত্রে পরীক্ষা: বাঘায় কেন্দ্রসচিবকে শোকজ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

ভুল সেটের প্রশ্নপত্রে পরীক্ষা: বাঘায় কেন্দ্রসচিবকে শোকজ

রাজশাহীর বাঘায় এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্রের এক নম্বরের পরিবর্তে তিন নম্বর সেটে গ্রহণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৫২ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ গ্রহণ করে। এ ঘটনায় কেন্দ্রসচিবকে শোকজ করা হয়েছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল ফজল মোহাম্মদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যারকে নিয়ে কেন্দ্র গেলে এই ঘটনার সত্যতা পাওয়া যায়। এরপর ডিসি স্যার ও শিক্ষা বোর্ড জানানো হয়। বোর্ডের নির্দেশে পরীক্ষার খাতা আলাদাভাবে পাঠানো হয়েছে। ঘটনার পর কেন্দ্রসচিবকে তাৎক্ষণিকভাবে শোকজ করা হয়েছে।’ 

কেন্দ্রসচিব বাবুল ইসলাম বলেন, ‘অনিচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটেছে। তিন নম্বর সেটের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া খাতা রাজশাহী বোর্ডে পৌঁছে দিয়েছি।’ 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ভুলক্রমে এক নম্বরের সেটের প্রশ্নপত্রের পরিবর্তে তিন নম্বর সেটের প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাদের নির্দেশনা অনুয়ায়ী খাতা তিন নম্বর প্রশ্নপত্র সেটে পাঠানো হয়েছে। সে মোতাবেক খাতা মূল্যায়ন করা হবে।’

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ

বার কাউন্সিলের পরীক্ষার ফি কমানোর দাবি রাবি শিক্ষার্থীদের

পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো বিএনপি নেতার কৃষিযন্ত্র

প্রসবকালে মাথা বিচ্ছিন্ন হয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ধামইরহাটে সরকারি জমির মাটি কাটায় জরিমানা

বগুড়ায় আ.লীগ নেতার বাড়িতে আগুন, নাশকতার অভিযোগ

রাজশাহীতে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের

৭ মাস পর কলেজছাত্র আসিফের লাশ পেল পরিবার

জয়পুরহাটে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

আক্কেলপুরে ৩ কৃষকের খরের গাদায় আগুন দিল দুর্বৃত্তরা