Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

আলুখেতে আছড়ে পড়ল প্রশিক্ষণ বিমান, দুই বৈমানিক অক্ষত

বগুড়া প্রতিনিধি

আলুখেতে আছড়ে পড়ল প্রশিক্ষণ বিমান, দুই বৈমানিক অক্ষত

বগুড়ার কাহালুতে আলুখেতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করে। মঙ্গলবার (২৯ নভেম্বর) এরুলিয়া বিমানবন্দরের অদূরে বিমানটি জরুরি অবতরণ করে বলে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার এরুলিয়া বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়নের পরপরই এক কিলোমিটার দূরে কাহালু উপজেলার দুর্বাগাড়ী মাঠে আলুখেতে বিকট শব্দে  আছড়ে পড়ে। বিমানে দুজন আরোহী ছিলেন বলে জানান তাঁরা। দুর্ঘটনার পরপরই বিমানবাহিনীর সদস্যরা দুই বৈমানিককে উদ্ধার করে একটি অ্যাম্বুলেন্সযোগে নিয়ে যান। বিমান আছড়ে পড়ার খবর পেয়ে শত শত লোক ওই মাঠে ভিড় জমায়। বিমানবাহিনীর সদস্যরা নিরাপত্তার জন্য রশি ও বাঁশ দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে বিমানটি ঘিরে রাখেন।

দুর্ঘটনার পরপরই বিমানবাহিনী একটি অ্যাম্বুলেন্সযোগে দুই বৈমানিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায়এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক নুর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (পিটি-৬) বগুড়ার এরুলিয়া বিমানবন্দর-সংলগ্ন এলাকায় জরুরি অবতরণ করে। বিমানটির দুই বৈমানিক নিরাপদ ও সুস্থ আছেন বলে এতে জানানো হয়।

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

সমাজসেবার বদলে নিজের সেবা

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

রাবির ভর্তি পরীক্ষা: রংপুরের পরীক্ষার্থীর আসন চট্টগ্রামে, চট্টগ্রামের পড়েছে ঢাকায়

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭