বগুড়ার কাহালুতে আলুখেতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করে। মঙ্গলবার (২৯ নভেম্বর) এরুলিয়া বিমানবন্দরের অদূরে বিমানটি জরুরি অবতরণ করে বলে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার এরুলিয়া বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়নের পরপরই এক কিলোমিটার দূরে কাহালু উপজেলার দুর্বাগাড়ী মাঠে আলুখেতে বিকট শব্দে আছড়ে পড়ে। বিমানে দুজন আরোহী ছিলেন বলে জানান তাঁরা। দুর্ঘটনার পরপরই বিমানবাহিনীর সদস্যরা দুই বৈমানিককে উদ্ধার করে একটি অ্যাম্বুলেন্সযোগে নিয়ে যান। বিমান আছড়ে পড়ার খবর পেয়ে শত শত লোক ওই মাঠে ভিড় জমায়। বিমানবাহিনীর সদস্যরা নিরাপত্তার জন্য রশি ও বাঁশ দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে বিমানটি ঘিরে রাখেন।