জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঘেঁষে অবৈধভাবে ১০-১৫ ফুট গভীর করে বালু উত্তোলন বন্ধে অভিযান চালানো হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে মাটি কাটার যন্ত্রের (এক্সকাভেটর) যন্ত্রাংশ জব্দ এবং জড়িত ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সোনামুখী ইউনিয়নের হলহলিয়া গ্রামে তুলসীগঙ্গা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে এই অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম।
এর আগে গতকাল বাঁধ ঘেঁষে বালু উত্তোলন নিয়ে আজকের পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়।
জানা গেছে, উপজেলার সোনামুখী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সোহেল রানা দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিলেন। অভিযানের সময় ঘটনাস্থলে তাঁকে না পেয়ে এক্সকাভেটরের যন্ত্রাংশ জব্দ করেন ইউএনও। পরে তাঁকে ইউএনও কার্যালয়ে ডেকে এনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মুচলেকা নিয়ে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।