হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় বিজিবি সদস্যের নামে হত্যাচেষ্টার মামলা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নওগাঁর মান্দায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের নামে আদালতে হত্যাচেষ্টার মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার নওগাঁর আদালতে মামলাটি করা হয়। আদালত মামলাটি এজাহার হিসেবে রেকর্ডভুক্ত করার জন্য মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

অভিযুক্ত বিজিবি সদস্যের নাম জালাল উদ্দিন (৩৬)। তিনি মান্দা উপজেলার কালিকাপুর গ্রামের মৃত হবির উদ্দিনের ছেলে।

বাদীর আইনজীবী শওকত ইলিয়াস কবির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে রেকর্ডভুক্ত করার জন্য মান্দা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

জানা যায়, অভিযুক্ত বিজিবি সদস্য গত শনিবার (২৫ জানুয়ারি) ছুটিতে বাড়ি এসে জমিজমা নিয়ে বিরোধের জেরে একই গ্রামের বাসিন্দা মনসুর রহমানকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করেন। বর্তমানে ভুক্তভোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই কায়েম উদ্দিন মণ্ডল বাদী হয়ে আজ নওগাঁর আদালতে মামলাটি করেন।

বাদী কায়েম উদ্দিন মণ্ডল বলেন, ‘জমিজমার বিষয় নিয়ে বিজিবির সদস্য জালাল উদ্দিনের সঙ্গে আমাদের বিরোধ চলছিল। এর জেরে গত শনিবার বেলা ১১টার দিকে গ্রামের মাঠে মনসুর রহমানকে একা পেয়ে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজনের সহায়তায় আহত মনসুরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

বাদী আরও বলেন, ‘এ ঘটনায় জালালের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করতে গেলে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। অবশেষে মঙ্গলবার নওগাঁ আদালতে মামলা করা হয়।’ অভিযোগের বিষয়ে কথা বলতে বিজিবি সদস্য জালাল উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার