হোম > সারা দেশ > নওগাঁ

গরু চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় সিঁধ কেটে বিভিন্ন বাড়ি থেকে গরু চুরির ঘটনায় চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত পিকআপ ও সিঁধ কাটার সুঁচালো লোহার কাঠি জব্দ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে মহাদেবপুর থানা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল লিখিত বক্তব্যে এসব তথ্য জানান।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ধামইরহাটের দেবীপুর গ্রামের গোলাপ হোসেন (২৬), সাপাহারের আমডাঙ্গার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন (৩০), আমডাঙ্গা গ্রামের বাসিন্দা পিকআপের ড্রাইভার নিরেন চন্দ্র (৫০) ও পোরশার ইটখোলা দীঘিপাড়া গ্রামের তারিফ হোসেন (৩৫)। 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত বুধবার দিবাগত রাতে উপজেলার খাজুর গ্রামের ইসরাইল হোসেনের বাড়ির প্রাচীরে সিঁধ কেটে তিনটি গরু চুরি করে ওই চক্র। এ সময় পাশের গ্রাম দেবীপুরে গরুগুলো পিকআপে তোলার সময় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ চার জনকে আটক করে। এরপর গরুর মালিক ইসরাইল হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলায় বাকি চার আসামিকে গ্রেপ্তার করা হয়। 

মহাদেবপুর থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা চোর চক্রের সদস্য। গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে