হোম > সারা দেশ > রাজশাহী

রায়গঞ্জে কৃষক সাইফুল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি  

রায়গঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত এক আসামি। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষক সাইফুল ইসলাম হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কানিজ ফাতিমা এ রায় দেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ আলী এই তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি অন্তিম দাসকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, রায়গঞ্জ উপজেলার জয়ানপুর গ্রামের আবু বক্কার সিদ্দিকের ছেলে শাকিল শেখ (১৯), একই গ্রামের আমজাদ আলীর ছেলে নায়েব আলী (৪০) ও সলঙ্গা থানার ঘুরকা গ্রামের হযরত আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪২)।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০২২ সালের ১০ অক্টোবর রাতে কৃষক সাইফুল ইসলাম তাঁর স্ত্রী আলেয়া খাতুনকে সঙ্গে নিয়ে চা খেতে বাড়ির পাশের বজলুর রহমানের দোকানে যান। এ সময় অন্তিম দাস নামের এক যুবক সাইফুলকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির তদন্তে নেমে পুলিশ শাকিল শেখ নামের এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তখন তিনি জানান, আসামি আব্দুর রাজ্জাক, নায়েব আলী, অন্তিম দাসসহ অজ্ঞাতপরিচয় ছয়-সাতজন সলঙ্গা থানার ফরিদপুর এলাকায় নৌকায় করে তাস খেলা শেষে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাইফুল ইসলামকে শ্বাসরোধে হত্যা করে ঘুরকা খালের কচুরিপানার মধ্যে ঢেকে রাখেন। পরে ১৩ অক্টোবর সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ছয়-সাতজনকে আসামি করে থানায় মামলা করেন।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন