হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় ট্রাক্টরের চাকা বিস্ফোরণে যুবকের মৃত্যু

প্রতিনিধি

পত্নীতলা (নওগাঁ): নওগাঁর পত্নীতলা উপজেলায় ট্রাক্টরের চাকায় হাওয়া দেওয়ার সময় তা বিস্ফোরণে জয় চন্দ্র মণ্ডল (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত জয় চন্দ্র উপজেলার বহবলপুর গ্রামের শীবেন চন্দ্রের ছেলে ও নজিপুর হোসেন মোটরসের কর্মচারী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে হোসেন মোটরস নামের দোকানে আসা একটি ট্রাক্টরের চাকায় হাওয়া দিচ্ছিলেন জয়। এ সময় চাকাটি হঠাৎই বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণে জয় পাকা সড়কের ওপর ছিটকে পড়েন। এতে মাথায় মারাত্মক আঘাত পান তিনি। মুমূর্ষু অবস্থায় তাঁকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

এ ব্যাপারে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক টিটা হোসেন বলেন, ‘দুপুরে জয় নামের ওই যুবককে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে কয়েকজন ব্যক্তি। কিন্তু হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে মাথা দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।’

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ বলেন, চাকা বিস্ফোরণের ঘটনায় জয় চন্দ্র মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ আজ শনিবার বিকেল ৫টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে