Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বাঘায় ইউএনওর বদলি স্থগিত করে ৬ মসের জন্য পুনর্বহাল দাবি

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

বাঘায় ইউএনওর বদলি স্থগিত করে ৬ মসের জন্য পুনর্বহাল দাবি

রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পুনর্বহাল দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত কর্মসূচিতে ইউএনও তরিকুল ইসলামের বদলি স্থগিত করে ৬ মাসের জন্য পুনর্বহালের দাবি জানানো হয়। 

মানববন্ধনে উপজেলা যুবদলের আহ্বায়ক  শফিউর রহমান শফির উপস্থাপনায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহ্বায়ক  ও পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল হাসান বাবুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক  কমিটির সদস্য ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মখলেসুর রহমান মুকুল। 

আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহ্বায়ক  কমিটির সদস্য ও বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক  সালেহ আহম্মেদ সালাম, উপজেলা মহিলা দলের সভাপতি সেলিনা আখতার শাপলা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক  সেলিম হোসেন, সদস্যসচিব পলাশ উদ্দীন প্রমুখ। 

এ সময় উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ১৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মাদ ইব্রাহীমের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ প্রজ্ঞাপনে ইউএনও তরিকুল ইসলামকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বদলির আদেশ জারি করা হয়েছে। 

তরিকুল ইসলাম ২০২৩ সালের ১৩ ডিসেম্বর বাঘায় ইউএনও হিসেবে যোগদান করেন। তিনি এখানে সাড়ে ১০ মাস দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি পটুয়াখালী ডিসি অফিস, বরিশাল বিভাগীয় কার্যালয়, রাজশাহী আরডিসি, সুজানগর ও পাবনার শাজাদপুর ইউএনওর দায়িত্ব পালন করেছেন।

রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছেই, দাবি আদায়ে বিক্ষোভ-মানববন্ধন

হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস

ট্রাইব্যুনালে মামলার রায় হলে লাফালাফি বন্ধ হবে: চিফ প্রসিকিউটর

শিমখেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, প্রতীকী জানাজা রাবি শিক্ষার্থীদের

একটা গোষ্ঠী চাচ্ছে না যে আমরা স্থিতিশীল হই: আইজিপি

বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ সহজ নয়: আসিফ নজরুল

ফাগুনের বৃষ্টিতে মুকুল নিয়ে উদ্বিগ্ন চাষিরা

জ্বালানি খাত জিম্মি করছেন আওয়ামী লীগের নেতারা