হোম > সারা দেশ > পাবনা

চাটমোহরে আগুনে পুড়ল দোকান

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নে ১১টি দোকান পুড়ে গেছে।

আজ শুক্রবার ভোরে ওই ইউনিয়নের চিনাভাতকুর কুঁজোর মোড় এলাকার রিয়াজ উদ্দিনের মালিকানাধীন হাজি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে দুই ঘণ্টার চেষ্টায় স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ক্ষতিগ্রস্ত দোকানমালিক মুকুল হোসেন জানান, প্রতিদিনের মতো কেনাবেচা শেষে দোকান বন্ধ করে বাড়িতে যান। রাত সাড়ে তিনটার দিকে মানুষের চিৎকারে আগুন লাগার খবর পান তাঁরা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এর আগেই ফিরোজ হোসেন, শরিফুল ইসলাম, জহুরুল হক, মুকুল হোসেন, রেকাত আলী, ভোলা প্রামাণিক, আসলাম উদ্দিন, সোহেল রানা, আসাদ উদ্দিন, লিটন হোসেন, চন্দন ঘোষের দোকানের সবকিছু পুড়ে যায়। 

ক্ষতিগ্রস্ত দোকানমালিকদের দাবি তাঁদের প্রায় দেড় কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।

নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরজাহান বেগম মুক্তি আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তাঁদের দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।’

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে