হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে সাংবাদিক নিহত, আহত ৪ 

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গোলাম নবী (৬০) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। তিনি বগুড়া থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক কালের খবর পত্রিকার সহসম্পাদক ছিলেন।

বুধবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে শাকপালা এলাকায় বগুড়া-নাটোর ও বগুড়া-ঢাকা মহাসড়কের সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহত হয়েছেন চার জন। তাঁরা হলেন বগুড়া দুপচাঁচিয়া উপজেলার বেলুহালী গ্রামের আশরাফ আলী, মুন্সিগঞ্জ জেলার ধীরাজ এবং বগুড়ার কাহালু উপজেলার বেলাল হোসেন ও তাঁর স্ত্রী মর্জিনা বেগম।

আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

কৈগাড়ী পুলিশ ফাঁড়ির এসআই রাজু কামাল আজকের পত্রিকাকে জানান, বুধবার বেলা সাড়ে ৩টার দিকে শাকপালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা-বগুড়া মহাসড়কে সড়ক উন্নয়নকাজে নিয়োজিত বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। 

এসআই রাজু কামাল জানান, ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী গোলাম নবী মারা যান। তাঁর কাছ থেকে দৈনিক কালের খবর পত্রিকার পরিচয়পত্র পাওয়া গেছে।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার