নওগাঁর মহাদেবপুরে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সেই নৈশ প্রহরীকে আটক করেছে থানা-পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার শিকারপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক নৈশ প্রহরীর নাম বকুল হোসেন। বয়স ৫০ বছর। সে নওগাঁ সদর উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা। সন্ধ্যার কিছু আগে বকুলকে আটক করা হয়। ঘটনার পর থেকেই সে তাঁর নিজ বাড়িতে লুকিয়ে ছিল।
এর আগে আজ সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে বাগাচারা এলাকায় নির্মাণাধীন একটি অটো গ্যাস ফিলিং স্টেশনের সাইট অফিসে স্থানীয় এক শিশুকে নির্যাতন করেন বকুল। শিশুটির হাত-পা রশি দিয়ে বেঁধে লাঠি ও লোহার রড দিয়ে মারপিট করেন তিনি। এরপর হাত-পা বাঁধা অবস্থায় শিশুটিকে বন্ধী করে রাখা হয়।
ঘটনা জানতে পেয়ে ওই শিশুর পরিবার ও এলাকাবাসী সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে অভিযুক্ত বকুলকে ধরতে অভিযানে নামে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় রাতেই একটি মামলা দায়ের হবে।