হোম > সারা দেশ > রাজশাহী

লাইসেন্স না নিয়েই বিএসটিআইয়ের লোগো ব্যবহার, ৪ বেকারিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিএসটিআইয়ের মান সনদ না নিয়েই বেকারি পরিচালনা করায় জরিমানা করা হয়। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মান সনদ না নিয়েই খাদ্যদ্রব্যে সরকারি এই সংস্থার মনোগ্রাম ব্যবহার করছিল রাজশাহীর চারটি বেকারি। এ কারণে বেকারি চারটিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন। এ সময় বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ উপস্থিত ছিলেন।

প্রকৌশলী জুনায়েদ আহমেদ জানান, বিএসটিআইয়ের গুণগত মান সনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন করছিল এসব বেকারি। এই অপরাধে চারঘাটের নন্দনগাছী এলাকায় অবস্থিত মিলন বেকারিকে ২৫ হাজার টাকা ও রিফাত বেকারিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে উপজেলার পাটিয়াকান্দি বাজারে অবস্থিত ভাই ভাই বেকারিকে ১০ হাজার ও জোতকার্ত্তিক এলাকায় অবস্থিত ইয়াসিন বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স নেওয়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কারখানার স্বাস্থ্য ও পরিবেশগত অবস্থার উন্নতি না করলে এবং বিএসটিআইয়ের গুণগত মান সনদ গ্রহণ না করলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন