Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে অসুস্থ ইগল উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে অসুস্থ ইগল উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর করল পুলিশ
পুলিশ অসুস্থ ইগলটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা কর্তৃপক্ষ একটি বিলুপ্তপ্রায় অসুস্থ ইগল উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে।

গতকাল সোমবার (২৭ জানুয়ারি) রাজশাহী নগরের হড়গ্রাম ব্যাংকপাড়ার বাসিন্দা সুজন ইসলাম তাঁর বাড়ির উঠানে একটি অসুস্থ ইগলকে পড়ে থাকতে দেখেন। এই অসুস্থ ইগল নিয়ে কী করবেন ভেবে পাচ্ছিলেন না সুজন। পরবর্তী সময় তিনি থানায় ফোন করেন। এরপর কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ গিয়ে সুজনের বাড়ি থেকে অসুস্থ ইগলটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, গতকাল বিকেলে সুজন ইসলামের বাড়িতে একটি অসুস্থ পড়ে থাকার খবর পায় কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ। খবর পেয়েই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন দ্রুত ওই বাড়িতে পুলিশ পাঠান। পরে ইগলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন আরও জানান, কাশিয়াডাঙ্গা থানায় ইগলটির প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রাজশাহী বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়।

পরে বিভাগীয় বন বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির থানা থেকে অসুস্থ ইগলটিকে নিয়ে যান। তিনি নিশ্চিত করেছেন, পাখিটির চিকিৎসার ব্যবস্থা করা হবে।

ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে চাল লুট

ছিনতাইয়ের জন্য রিকশাচালককে নিয়ে মহড়া

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২৭ বাংলাদেশিকে লিবিয়ায় নিয়ে মুক্তিপণ আদায়, চক্রের হোতা গ্রেপ্তার

রাজশাহীর পদ্মাতীরে ভেসে এল মৃত ডলফিন

নওগাঁয় ২৯ টন সরকারি চাল জব্দ

ছাত্র অধিকার পরিষদের ১৩ নেতা-কর্মীর ছাত্রসংসদে যোগদান

নারীঘটিত বিষয়, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার

করতোয়া নদীর পাশে মিলল মুখ পুড়িয়ে দেওয়া লাশ